উদাস নয়নে গরল পেয়ালা হাতে দাঁড়িয়ে,
কহিল সে মোরে বাকি নেই কিছু সব গেছে হারিয়ে।
আর হবে না গো বাঁচা তোমার সঙ্গ ছাড়া,
তোমা হীনতায় আমি যে বড়ই সর্বহারা।
ভোরের স্নিগ্ধ শিশিরে পদ্ম পাতায় পূতপ্রেম রচিয়া,
তোমারে সপিলাম সবটুকু তার উজাড় করিয়া।
প্রতিটি পরতে আছো, বিন্দু বিন্দু রক্ত কণিকায়,
মিশে আছো হেথা তুমি হৃদয়ের  কমল মায়ায়।
কি করিয়া ভুলিবো সখা, স্মৃতি কি ভোলা যায়?
এ যে দুটো দেহের একই প্রাণ, ছিন্ন করিবার নয়।
বেশী কিছু ছিল না চাওয়ার, শুধু তোমাকে ছাড়া,
কপালে তাহা জুটিল না মোর হায়রে কুলহারা।
কেউ নেই আর রাখিবার খোঁজ আছি কিনা বেঁচে?
বাঁচিয়া কি হবে তুমিহীনা মোর পুরো দুনিয়াটা মিছে।
আর পারি না গো সইতে ব্যথা হৃদয় পুড়ে ছাই,
ভালো থেকো হে প্রিয়তম বিদায় জানাই।
এই বলিয়া সে পেয়ালা তুলে গরল করিল পান,
লুটায় পড়িল তার নিথর দেহ এই গেল বুঝি প্রাণ।
অশ্রুসিক্ত চোখে অমৃত পেয়ালা নিলাম তুলে,
বাকীটা গরল পেটে পুরে দিলাম ডগডগ করে গিলে।
পড়িলাম লুটায়ে তাহার কোলে মরন যন্ত্রণায় ,
কষ্ট গুলো সব হালকা অনুভবে মৃত্যুর অপেক্ষায়।.......