অনেক বড় স্বপ্ন নিয়ে,__ লেখাপড়া পার,
সার্টিফিকেট দিল আমায় উপাধি "বেকার"
ছাত্র জীবন মধুর হাড়ি__ স্বপ্ন আঁকা মন,
ছাত্রজীবন পেরিয়ে যেতেই, স্বপ্নেরও পতন।
হারিয়ে গেল স্বপ্নগুলো, বাস্তবতার মাঝে,
লেখাপড়াই বৃথা বুঝি, লাগেনা তা কাজে।
চাকুরী খোঁজে এদিক সেদিক, সদাই যে বিভোর,
সবাই আমায় বেকার ডাকে; কী হবে যে তোর?
অনেক ঘেঁটেই যখন আমার চাকুরী হলোনা ,
ও পাশ থেকে ডাকছে আমায় মনের ললনা।
লেখাপড়া শিখে আমার ,  বিপদ  হলো ভাই,
চৌদিশ ঘোর শূন্য দেখি, আলো কোথাও নাই।
শিক্ষা নাকি পরশ পাথর , আছে অনেক গুণ,
আজ কেন তার বেহাল দশা, খেয়ে গেল ঘুণ?
চাকুরী সেতো সোনার হরিণ, সহজলভ্য নয়,
পাড়ার লোকে কিযে ভাবে,__ কটু কথা কয়।
মাতা পিতা হতাশ হয়ে , __মুখ পানে তাকায়,
আর কতকাল থাকবো বেঁচে সবার করুণায়?
পাশের বাড়ির মূর্খ ছেলে, অনেক বেতন তার,
আমি হলাম তার চে' অধম ;মূর্খতাতেই সার। 😭
সবার ঘাড়ের বোঝা হলাম, মূল্য নেই আমার;
এতো খেটে পড়াশোনা'র ছিল কী দরকার?