একদিন এসেছিল বসন্ত এ নিরব শহরে, সব রাঙিয়ে দিতে,
কোকিল কূজনে, বসন্তি গানে নেচেছিল সবে উল্লাসে মেতে।
মৃদু বাতাসে হেলে-দুলে নেচেছিলো মাঠের সবুজ ঘাস।
সোনালী বিকেলগুলোতে উঠেছিল মেতে কলেজ ক্যাম্পাস।
আজ নিরবে কাঁদে সুপ্ত বাসনা, জ্বলে পুড়ে একাকার এ অন্তর,
চার যুগ ছিল মুখরিত বসন্ত উৎসবে, মায়ার এ বন্দর।
স্মৃতির টানে কেগো কাঁদে হেথা, শুনতে পাও কি গো  তুমি?
সুখ মাখা এ মায়ার শহরে, আজ কান্নায় কাঁপিছে এ ভূমি।
নিরবে কেন কাঁদিতেছ সখী, বসন্ত লাগেনি কি গায়?
মায়ার এ শহরে এসেছিলে প্রিয় তুমি, কোন বসন্ত সন্ধ্যায়?
সময় স্রোতে কাঁপিছে বিদায় ঘণ্টা, এতটা পথ দিলেম পাড়ি।
ওরে যেতে দাও মোরে তাড়া আছে বেশ, সাথে বোঝা ভারী।
এক পলকে হায়! কেটে গেল বুঝি দীর্ঘ বসন্ত আয়োজন,
প্রমাণ দিলে, "সুখের ঘোড়া" ছুটিয়ে চলে যতটা না প্রয়োজন।
হে বসন্ত, মিনতি করি থেকে যাও আরেক যুগ এ শহরে,
বেঁধেছো মোরে মায়ার বাঁধনে, একলা রইবো কি করে?
আজ এ বক্ষ ক্ষত বিক্ষত হলো বন্ধু, বোঝাবো তা কারে?
দাঁড়াও হে বন্ধু, আমিও যাব তোমার সাথে, একটু দেখে তারে।
হে বসন্ত শহর, জানি মোর মন কাঁদিবে তোমার বিহনে,
তুমি যে মোর প্রাণের বন্ধু, তোমারে ভুলিবো কেমনে?
এক মুঠো স্মৃতি ছড়িয়ে রেখে গেলাম, কভু ভুলনা আমায়,
তুমি ভালো থেকো, খুব ভালো থেকো, হে বন্ধু এবার বিদায়।