জানা কি ভাই আছে কারও
Black Hole কী বলতে পারো?
সব জানিনা বললো যাকি,
সব জানিতে অনেক বাকি।
'Black Hole' হল মৃত তারা,
Gravity তার ভীষণ বাড়া।
সব কিছু সে খায় যে গিলে,
কোন Object সামনে এলে।
হোক না সেটা নক্ষত্র সারা,
যত বড় হোক গ্রহ, তারা।
সব টেনে দেয় পেটে পুরে,
ফিরে তা আসেনা ঘুরে।
আলো সেথায় পায়না ছাড়া,
শুষে নেয় সব আলোক ভারা।
আচ্ছা ভাই এবার বলো
কেমনে এটা সৃষ্টি হলো?
শোন তাহলে বলছি এবার,
জানা উচিৎ আমাদের সবার।
মহাবিশ্বে আছে অনেক তারা,
রাতের আকাশে দেখি সারা।
যাদের আছে নিজের আলো,
তোমরা যাকে নক্ষত্র বলো।
যেসব তারা অনেক বড়,
সূর্যের চে' বিশ গুণ, আরও।
তারার অনেক জ্বালানি থাকে,
'Nuclear Fusion' বলে তাকে।
কোটি কোটি বছর জ্বলে,
জ্বালানি শেষে পটল তোলে।
যাক না সেটা পরের কথা,
এবার বলি কোরে'র কথা।
অনেক চাপ ও তাপের ক্রমে,
তারার কোর'এ লোহা জমে।
Radiation Gravity'এর মান
তাঁরায় থাকে ভারসাম্যমান।
এই ভারসাম্য নষ্ট হলে,
মহাবিস্ফোরণ ঘটে ফলে।
ইহার ফলে বিশাল তাঁরা,
হয়ে যায় আকৃতি হারা।
তাঁরা'র ওজন থাকে যত,
সব চলে যায় কেন্দ্র ততো।
আকৃতিতে হলেও ছোট,
Gravity তে নয়রে খাটো।
শুষে নেয় সে হোকনা আলো,
দেখতে সে তাই ভীষণ কালো।
খালি চোখে যায় না দেখা,
টেলিস্কোপে দেখায় ফাঁকা।
আমি জানি এতটুকু ভাই,
এর চেয়ে বেশি জানা নাই।