ඉ যারে ;
দেখে মনের বাগে
_কেবল রাগে
ঘেন্না জাগে
              যদিও সে হয় শিষ্ট।
ඉ দেখতে;
যারে চোখের বালি
দেই তো গালি
খালিখালি
              করি যে তারে পিষ্ট।            


ඉ নারি ;
বাপু সইতে তেমন
_জ্বলে রে মন
করেও পণ
               পারি নাতো কিচ্ছু।
ඉ তার ;
মনটা বড়ই কালো
নেই তো আলো
নয়তো ভালো
                 মনটা শুধু বিচ্ছু।


ඉ চলন ;
যে তার বেশ উদ্ভট
__চলে গটগট
করে মটমট
              তাইতো ভাবি রাড়।
ඉ বাঁকা;
নজরে তাকিয়ে যদা
___চালাই গদা
তাইতো সদা
              দোষটা দেখি তার।




রাড় = গোঁয়ার, ইতর , নীচ;
গটগট = ক্ৰোধ ও দম্ভের সঙ্গে দৃঢ় পদক্ষেপের শব্দ;
মটমট = ক্ৰমাগত মট শব্দ, গটগট পা ফেলার শব্দ;
যদা = যে সময়, যখন;