ছন্দ তালে দুলে দুলে
ভোমর নাচে ফুলে ফুলে।
ছন্দ তালে পেখম তুলে,
ময়ূর নাচে ঢুলে ঢুলে।
পুচ্ছ নেড়ে ছন্দ তালে,
শ্যামা নাচে গাছের ডালে।
ছন্দ তালে নদীর কূলে,
ঊর্মি নাচে দুলে দুলে।
ছন্দ তালে শিশু দোলে,
ঘুমায় সে তার মায়ের কোলে
ছন্দ পতন হলে পরে,
ঘুম ভাঙে তার অমনি করে।