✍ শূন্য ;
আছে যাহার ঝুলি
__তাহার বুলি
ফাঁকা গুলি
                বাজায় স্বীয় ঢোল।


✍ কলসি ;
যেমন পানি ছাড়া
_দেয় বেচারা
মাথা চাড়া
            কে দেখে তা'র বোল।


✍ বাজে ;
যেমন নয়তো তেমন
___কর্মেতে মন
খালি ঠনঠন
            মুখের জোরটা বেশ। 


✍ বেশি;
বেশি  বকেই  সদা
__বাতুল যদা
বোলে বেহুদা
              মূর্খতার নেই শেষ।




যদা = সে সময়ে, যখন;
বেহুদা = বাজে, অনুচিত, অযৌক্তিক;
ঠনঠন = বি. ক্ৰমাগত ঠন শব্দ। বিণ. (ব্য) খালি।
বাতুল = পাগল, উন্মাদ।