ය ইচ্ছা;
ছিল পাখির মত
দেখবো কত
অবিরত
      উড়ে উড়ে তায়,

ය থাকিলে;
বেলা নদীর তীরে
__সবুজ ভিড়ে
পুচ্ছ নেড়ে
     নাচব সারা গাঁয়।

ය উপায় ;
হলে আকাশ পানে
___মুক্ত মনে
গানে গানে
      পার করিব বেলা,

ය হয়;
তো এহেন ইচ্ছা আমার
____পাখি হবার
কাছে সবার
      উদাসী অবহেলা।