আজি বিশ্বচরাচর বড়ই যে অসহায়,
পিশাচদের ছোবলে নিঃস্বেরা হায় হায়,
চৌদিশে আহাজারি ভরে গেছে বেদনায়।


পাপের ঘড়া পূর্ণ, খোদা যবে রুষ্ট,
হানা দেয় মহামারী, দুর্ভিক্ষ, কষ্ট,
ভুলে গেছি নিজেরাই কী খাঁটি কী ভ্রষ্ট?


দুর্দিনে সবাই যবে খোদার দুয়ারে ব্যগ্র,
মানবতা হারিয়ে পিশাচ হয়েছে উগ্র,
মনুষ্য নয়তো ওরা মাংসাশী ব্যাঘ্র।


ক্ষুধার্তের আহাজারি ঘরে নাই অন্ন,
খেয়ে গেছে নরপশু ত্রাণগোলা শূন্য,
সরকারী অনুদান যেন পশুদেরই জন্য।


মানবতা যেন আজ কফিনে বন্ধ,
বিবেক কে লুটে খেতে শকুনের দ্বন্দ্ব,
মানবতা মরে গেছে, বিবেক তো অন্ধ।


মানবতা মরে নাই আছে সেই সুপ্ত,
জাগো হে মানবতা থেকো নারে গুপ্ত,
নিঃস্বের অভিশাপে কাঁপে আসমান সপ্ত।


জাগো হে মানবতা বিশ্বকে কর মুক্ত,
কেউ যেন কাঁদেনা আর নিঃস্ব, অভুক্ত,
হাত পাতে নাই যারা তাদেরও কর যুক্ত।


জাগো হে মানবতা, সুন্দর, সত্য অদম্য,
পশুদের পরাজয়, এনে দেবে সাম্য,
মানবের হেতু মানব রবে এটাই তো কাম্য।