মুখে জয়,
              মুখেই ক্ষয়,
বাক্যে মিলে পরিচয়।


বিত্তে যশ,
                 বিত্তেই ধস,
বিত্ত মোহে সুখের নাশ।


প্রণয়ে সুখ,
                  প্রণয়ে দুঃখ,
প্রণয়ী কভু হয়না বিমুখ।


জ্ঞান রতন,
                  জ্ঞানই পতন,
বিপথে জ্ঞান সদাই পতন।


সংকল্পে জয়,
                   সংকল্পেই ক্ষয়,
"ধ্বংস" কুকর্মের অভিপ্রায়।


ক্রোধ মন্দ,
               ক্রোধই অন্ধ,
ক্রোধে সতত সৃষ্টি দ্বন্দ্ব।


কর্মে সফল,
             কর্মেই বিফল,
সতত মিলবে কর্মফল।