জীবন কী হে জানো বৎস
জিজ্ঞাসিলেন গুরু,
জীবন হলো পরশ পাথর
কর্মে যাহার শুরু।
জীবন কী হে জানো বৎস
জিজ্ঞাসিলেন মাতা,
জীবন হলো ভালোবাসা
পুষ্প বকুল গাঁথা।
জীবন কী হে জানো বৎস
জিজ্ঞাসিলেন পিতা,
জীবন হলো সংগ্রাম আর
কষ্ট সহিষ্ণুতা।
জীবন কী হে জানো বন্ধু
জিজ্ঞাসিল প্রেমিক ,
জীবন মানেই রঙিন আলো
স্বপ্ন সাগরে নাবিক।
জীবন কী হে জানো বন্ধু
জিজ্ঞাসিলেন অনাথ,
জীবন মানেই অবহেলা,
ঘোর অন্ধকার রাত।
জীবন কী হে জানো বৎস
জিজ্ঞাসিলেন মাঝি,
জীবন মানেই দুঃখ কষ্ট
সময়ের সাথে বাজি।
জীবন কী হে জানো বৎস
জিজ্ঞাসিলেন মজুর,
জীবন হলো বেঁচে থাকা,
তৃষ্ণার্ত কাকের দুপুর।
জীবন কী হে জানো বৎস
জিজ্ঞাসিলেন দুর্বল,
জীবন হলো জীর্ণবসন
শীর্ণকায়ে মনোবল।
জীবন কী হে জানো বৎস
জিজ্ঞাসিলেন সবল,
জীবন হলো হাসিখুশি আর
শক্তি, সাহস, বাহুবল।
জীবন কী হে জানো বৎস
জিজ্ঞাসিলেন রাজন,
জীবন হলো ঐশ্বর্যে ভরা,
বিলাস বহুল ভোজন।
শত জনের শত উত্তরে
উদবিগ্ন হই নিজে,
সঠিক উত্তর খুঁজতে হবে
জীবনের ভাঁজে ভাঁজে।
আসন ভোজন দিন কাটিয়ে
কিসের এত বড়াই,
বলি, জীবন মানেই যুদ্ধক্ষেত্র
জীবন মানেই লড়াই।