অদ্যতন হতে চৌদ্দশো বছর আগে,
যুগ-যুগ পরে ন্যায়ের কেতন জাগে।
কে এলো রে মরুর বুকে খোদার দূত,
চারদিকে বয়ে যায় সত্যের মরুত।
অন্ধকার যুগে আলোর মশাল নিয়ে,
যত পাপ তাপ অভিশাপ মুছে দিয়ে।
খুশির বরাত নিয়ে বসুধার বুকে,
কে এলো রে শুনি কালিমার বাণী মুখে।
বিহগ, পল্লবী দোলে সে আনন্দে মেতে,
বুল-বুলি যেন সুর তুলেছে নাত-এ।
কে এলো পরশ-মণি মানবের তরে,
পথের দিশারী এলো রহমতে ভরে।
কে এসে মোদের দেখাল মুক্তির পথ,
বসুধায় ছড়িয়ে দিল জ্ঞানের রথ।