ওরে তোরা কোথায় গেলি খেলার ঘর ছেড়ে,
মাটির বাসন গুলো এখনো সাজানো থরেথরে।
কোথায় তোরা, আসবি কখন, এখনো কি হয়নি সময়?
বেলা বয়ে যায়, আসবি কখন, আয় তোরা আয়।
শৈশবের সেইসব দিনগুলো ভীষণই মনে পড়ে যায়,
সময়ের স্রোতে ভেসে গেছে যা, আসবে না ফিরে হায়।
মনে পড়ে সেই মুখগুলো হায়,
কি মধুর, কি স্নেহ মমতায়।
বেঁধেছিনু ঘর,
বিশাল বালু চর ।
কখন যে ঢেউ এসে,
সব নি'ছে পিষে।
সব গেছে ভেসে,
দিনান্তবেলার শেষে।
তবুও তোদের ভীষণ মনে পড়ে,
ভুলতে পারিনি আজও ওরে।
এখানে কেউ নেই আজ একলা রেখে মোরে,
আবার ও আসবি কি কোন দিন ফিরে?
😢😢