এ ধরায় জন্মিলে যত আদম সন্তান,
এক খোদার চক্ষে সবাই সমান।
যত নারী - নর, ধনী - নির্ধন,
সাদা-কালো সবাই সমান।
তবে কেন হেয় জ্ঞান,
তুচ্ছ অপমান?
এ ধরার বক্ষে আছে যত মনুষ্য প্রাণ,
আছে উঁচু - নিচু, মূর্খ - বিদ্বান,
সকলে সৃষ্টি এক কর্তার,
খুলে দেখ অন্তর দ্বার।
সবই তা'র দান,
সৃষ্টি অফুরান।
নিঃসঙ্গ জন্মিলে আবার নিঃসঙ্গ মরণ,
ভিন্ন নিয়মে আসিল কি ধনী-নির্ধন?
চেয়ে দেখ তোমারই তনু, কায়,
একই রূপ, ভিন্ন তো নয়।
গাও ভাই সাম্যের গান,
কর সৃষ্টির সম্মান।
অশুচি জলে সৃষ্টি যা'র; স্রষ্টা'র দয়ায়
তাহার এতো কিসের অহম? হায়!
কিসের বড়াই দাসের এতো?
খোদার দরবারে হও নত।
বিশুদ্ধ আর প্রণয়ী হও,
সৃষ্টি তুমি, স্রষ্টা নও।