পশ্চিম গগনে রাঙা রবি আভা,
অজানা ফুলের সুবাসে হারায় মন,
দখিনা হাওয়ায় দুলছে সবুজ শাখা ,
তারই পাতার ফাঁকে ফাঁকে
খেলছে লুকোচুরি সাঁঝের বরন।
খোলা জানালায় তোমা এলোকেশ,
মায়াবী হরীণির মতই এক নিরব চাহনী
হৃদয়ে মম পেয়েছে এক শীতল স্পর্শ,
নিরবে রচিয়া যাই অনন্ত প্রেম কাহিনী।
চেয়ে দেখো প্রিয়তম হে, কি অপরূপ জলজল শশী গগনে।
নিঃষ্পলক দৃষ্টিতে তাকিয়ে সেথা, তব মুখ হেরি আমার নয়নে।
ব্যাকুল হৃদয়ে তোমারই ললাটে নিরবে আঁকি সহস্র চুমু মনে-মনে,
বিভোর হয়ে ভাবি, এই বুঝি এলে মোর দ্বারে নিশা'র স্বপনে।
আজ নিশ্বাসের পরতগুলি মিশে আছে যেন স্নিগ্ধ রজনিগন্ধা,
কার আসার পথ চায় দু'টো চোখ,
হে প্রিয়তম! আসবে কি?
.........আজ হোক মিলনসন্ধ্যা।