এক যে ছিল বিশাল দীঘি ভরা ছিল জল,
তারই মাঝে ছিল আবার এক ঝাঁর শতদল।
জলগুলো বেশ ভালই ছিল থাকতো মিলে মিশে,
শতদলের হিংসা কেবল জানিনা তা কিসে।
শীতের সিজন শুরু হতেই শিশির পড়া শুরু,
শতদলের মনটা তখন করছে দুরুদুরু।
কবে দিবে দীঘির জলের উপকারের শোধ,
এটা ভেবে বেজায় খুশি শতদল অবোধ।
শতদলের পাতায় জমায় শিশির বিন্দু, ফোঁটা,
তখন সেটা দীঘিতে ঢেলে, ছুঁড়ে দিল এক খোটা।
এই যে দীঘি, এই যে দীঘি, মনে রাখিস ওরে,
লিখে রাখিস একটা ফোঁটা জল দিয়েছি তোরে।