কে তুমি রহস্যময়ী? আকাশে মস্তক ঠেকিয়ে,
হাজার যুগ পেরিয়ে গেল তবুও আছো দাঁড়িয়ে।
কত ইতিহাস, কত সভ্যতা গেল কালের গহ্বরে হারিয়ে,
কোন সভ্যতার নিদর্শন তুমি, আদিকাল ধরে দাঁড়িয়ে?
কে'বা তোমার স্থপতি? কি নিখুঁত, কি নিপুণ কর্ম তার!
হাজার যুগ আগে কে'বা ছিলো এমন মহাগুণী কারিগর?
কত শত রহস্যে ঘেরা তোমার বিশাল স্থাপনা,
আধুনিক বিজ্ঞান খুঁজে বিভোর তারই রহস্য আলপনা।
রহস্য ভরা তোমারি ভান্ডার আজও হয়নি সঠিক জানা,
যত শত মত, ব্যাখ্যা আলামত কেবলই কল্পনা।
আজ দুনিয়ার সকল গুণী, জ্ঞানীজন রহস্য ভেদিতে চঞ্চল,
আসলে কে তুমি? বলো একবার, হে আদি মরুর দুলাল।