ණ কষ্ট!;
করে দিন- রাত ভরে,
তুমি কী লিখেছ ওরে?
কেবল প্রেমের সুরে।
                    এই দুর্দিনে এ'সব কাব্য!
ණ এ ছাড়া ;
আর নাই কি কিছু?
ছুটা শুধু শুভ্রের পিছু,
চৌদিশ শঙ্কিত কাঁচুমাচু,
                     চোখ খুলে দ্যাখ নব্য।


ණ কবিতা;
যদি ঘুম না ভাঙায়,
সত্য কথা নাহি শুনায়,
কলম যদি বর্শা না হয়;
               আলগা পিরিতে কাব্য রস?
ණ হয় না;
এমন আলগা সুখে,
কাব্য সুখ কেবল দুঃখে,
শুনেছি তা গুণী'র মুখে,
               'দুঃখ, কষ্ট, মানবতা'র যশ।


( বিঃদ্রঃ উপরোক্ত কবিতাটি শ্রদ্ধেয় কবি, মার্শাল ইফতেখার আহমেদ- এর লেখা
"করোনা আঠারো" এবং "হয় না, হতে পারে না" এই দুটি কবিতা হতে উদ্বুদ্ধ হয়ে লেখা।)