সুয্যি মামা, সুয্যি মামা,
রাতে কোথায় ছিলে?
বললো দাদু গত রাতে
তোমায় নি'ছে চিলে।
সুয্যি মামা, সুয্যি মামা
সত্যিই কি গো তাই?
আকাশ পানে খুঁজে দেখিছি
তুমি কোথাও নাই।
উদাস মনে ভাবি আমি
হারিয়ে গেলে নাকি?
খুব সকালে উঠে দেখি
দিয়েছ তুমি উকি।
তাই না দেখে আত্মহারা
মনটা বেজায় খুশি,
অনেক বাদে আমার মুখে
ফুটলো শেষে হাসি।
আচ্ছা মামা বল আমায়
হয়নি তোমার কিছু,
পাঁজি, ইতর চিল পাখিটা
নিয়েছিল কি পিছু?
ধ্যাত! ছাড় মামা এসব কথা
বকছি বাজে যত,
আজকে আবার বিকেল বাদে
হারিয়ে যাবে নাতো?
এবার তোমার ঠিকানাটা
দাওনা তাড়াতাড়ি।
হারিয়ে গেলে খুঁজতে যাব
কোথায় তোমার বাড়ি?