তোমাকে আমি ভুলে গেছি বাবা
আগের মত কাঁদিনা আর।
তোমাকে আমি ভুলে গেছি বাবা
তোমাকে মোটেই ভাবিনা আর।
ওপারে ভালো থেকো বাবা তুমি
চিন্তা করোনা একদম,
কারো সাথে বিবাদ করিনা তবুও
ভেতরে যেন ভয় হরদম।
দুঃসাহস নিয়ে আগের মতো
কারো কাছে করিনা আবদার,
বুঝেছি পৃথিবীতে কোনো মূল্য নেই
আমার কোন চাহিদার।
বুঝেছি পৃথিবীর চরম বাস্তবতা
কিছু না পেলেও খুশি থাকি,
রং হীন হয়ে গেছে এ জীবন
তাই রং ছাড়া স্বপ্ন আঁকি।
স্বপ্ন দেখি না আগের মতো
মনটা আমার বড়ই নড়বড়ে,
কেউ সামান্য ধমক দিলেও
দু'চোখে আমার অশ্রু ঝরে।
প্রতিবাদের ক্ষমতা হারিয়েছি
মনে হয় আমি শূন্য শুধু আঁধার,
তোমার বীহনে অসহায় লাগে
তবে তোমার জন্য কাঁদিনা আর।
যখনি কারও বাবা ডাক শুনি,
মুখ পানে তার চেয়ে থাকি
বুকের ভেতর দুমড়ে মুচড়ে যায়
মনে মনে তোমাকেই ডাকি।
তোমার বিহনে পৃথিবীটা যেন
অন্য জগৎ অচেনা ধূসর ,
বুঝেছি আমি পিতৃতন্ত্রে ভর করে
পৃথিবী সুখকর ও সুন্দর।
চুপটি করে বসে থাকি সারাক্ষণ
কিছুতেই কাঁদতে পারিনা,
তোমাকে তো ভুলে গেছি বাবা
ভেতরের কান্না কেন থামেনা।