নিম উপকারী বটে, সুস্বাদু তো নয়,
রোগ নিরাময়ের ওষুধও তিক্ত হয়।
আছে যত সব নিকৃষ্ট, অশ্লীল কথা,
স্বাদ পাই তাহার যেন অমৃত গাঁথা।
উচিত কথা লাগে যেন গালির সম,
ভালো কাজই মনে হয় নিকৃষ্টতম।
আলোচনা যত হয় তুলতুলে নরম,
অসত্য, অশ্লীল হলে স্বাদ পাই চরম।
কারও উন্নতি দেখিলে, জ্বলে হৃদয়,
খ্যাতি লাভ দেখিলে, বড়ই হিংসা হয়।



(হে প্রিয় কবি, নিন্দকের কথায় ব্যথিত হবেন না/ ঘাবড়ে যাবেন না।
বিদ্বেষীদের পতন ঘটবে,
অহিংসার কেতন পতপত করে উড়বে।
নক্ষত্র তার নিজ আলোয় জ্বলজ্বল করবে,
আর চামচিকারা গর্তে লুকিয়ে পড়বে।)