অনুসরণ, অনুকরণ করিও না আর
ইহা জ্ঞান সর্বনাশা বলি বারবার।
কর্মে দাও মন মজদুর,
তবে ধন মিলাবে গফুর।


উদ্ধত, কৃতঘ্ন হইও না কোন কালে,
ফেঁসে যাবে তবে স্বকল্পিত জালে।
শ্রদ্ধা সতত দাও গুরুজনে,
ভক্তি মিলবে তবে স্বগুণে।


অসৎ, বিপথগামী হইও না কভু,
সকল পাপের দণ্ড দিবেন প্রভু।
গড় সৎ নিষ্ঠা চরিত্রে জীবন,
তবে স্বস্তি ঘড়া মিলবে তখন।


দেশদ্রোহী, কুলাঙ্গার দিওনা কভু ঠাঁই,
এদের চে' বড় কৃতঘ্ন জগতে আর নাই।
সতত হও স্বদেশ প্রণয়ী,
তবে তুমি প্রশংসা জয়ী।