কেন তোমার ও গাঢ় সবুজ রঙ আমায় শান্ত করে দেয়?
মাঝে মাঝে দেখি তোমার বেশ কিছু বন্ধু তোমার মতো ফুটে উঠতে চায়।
জানিনা, কেন তোমায় এত পৃথক মনে হয়?
তুমিতো তাদের মতো অমন বড় নও।
কিন্তু তাও তোমার সরলতা কেন জানি সকলকে হার মানায়।


দেখেছি তোমায়-ভোরে ঐ সিক্ত, সতেজ অবস্থায়।
যখন তোমার পাশে দাড়িয়েছি, মনে হয়েছে-
তুমি হয়তো বারি নিয়ে খেলা করছো।
কখনো এক ফোঁটা বারিকে খুব যত্নে আগলে রাখছ
কি আবার কখনো নড়ি দিয়ে দান করছো বিনা দ্বিধায়।
কিভাবে পারো অমন সহজ করে হাসতে,ফুটতে,ঝলমল করতে?
তা যেন এক রহস্যের ধাঁধাঁ।


রোজ দেখি তোমায় ঠিক একইভাবে, একই প্রকারে।
কিন্তু তাও যেন অনুভূতিতে আনতে পারিনা তোমায়।
ভাবি, গিয়ে বলব একদম বীরের বেশে,"কি হয় তোমার ও গুণগুলো আমায় শেখালে?
কি হয় যদি একটু তোমার মতো গুণী হতে পারি?"


কিন্তু যেই তুমি বাতাসে দোল দিয়ে ওঠো,
সেই মনে হয়-না থাক।তোমায় কোন জোর করবো না।
অর্জন করবো তো নিজেই,
নিজ অন্তরদৃষ্টির মাধ্যমে।


তবুও বলব," দূর্বা,তুমি সবার থেকে আলাদা।
সবার থেকে কমল।"