অত্যাচারে শোষিত আর
ধ্বংসাত্মক বাংলার বিচ্ছিন্ন রূপ
কেড়ে নিয়েছিল ওরা আমার ভাষা
আমরা ছাড়িনি ওদের শেষ পর্যন্ত
দাঁড়িয়েছি বাংলার দাবি নিয়ে
ওযে আমাদের দেশ, প্রাণের বাংলা
রক্ত মাখা ধুলিপথ আর অন্ধকার রাস্তা
ওরা বাঁচতে দেয়নি কাউকে
কেড়ে নিয়েছিল সব।

শেষ অব্দি স্বাধীনতাতো আমাদের
একটি স্মৃতিসৌধের বিনিময়ে
তবে নামিয়ে দিলো শোকের ছায়া
কালো কাপড় দিয়ে সব ঢেকে
তবুও বাংলা আমাদের।

আমি দেখিনি স্বাধীনতা
দেখেছি শতশত লাশের পাহাড়
হাজারো পরিবারের ভেসে যাওয়ার দৃশ্য
ইতিহাসের পাতাতে এখনও দেখা যায়
ভয়াবহ সেই বাংলার রূপ
ছিনিয়ে নিয়েছিল আমার বাংলার ধুলো
তবে এক চুলও ছাড়িনি বাংলার দাবি
বাংলাতো আমাদের।