প্রথম বেলাঃ


আমি একটি লাল গোলাপ তোমাকে দিয়েছিলাম
তুমি তা শুধু গ্রহণ করোনি, পাথর হৃদয়ের তুমি
পাথরের রাস্তায় পা দিয়ে থেতলে দিয়েছ ।


গ্রহণ বা বর্জন করার অধিকার তোমার আছে,
বর্জন করলে আমি নিশ্চুপ চলে আসতাম ।
তুমি গোলাপটা থেতলাতে পারোনি, থেতলিয়েছো আমার হৃদয়,
যা থেকে অনবরত রক্ত ঝরছে ।
যা দেখার চোখ তোমার নেই ।


মধ্যবেলাঃ
অনেক কালো গোলাপ গ্রহণ করে
লাল গোলাপের মর্ম বুঝে,
আমার কাছে একটি খয়েরী গোলাপ নিয়ে এসেছিলে ।
যা আমি গ্রহণ করতে পারিনি ।
যে আমি গ্রহণ করেছি তোমার থেতলানো
কিভাবে গ্রহণ করি তোমার গোলাপ ।
শেষবেলাঃ
বিশেষ কোন গোলাপ নয,কাঁচা গাঁদা,আর গোলাপের মালা বদল করেছ ।
আর আমি তোমার থেতলানো গোলাপ নিযেই আছি । কি করবো আমার গ্রহল ক্ষমতা যে নগণ্য ।