আচমকা যদি
কিংবা ধরো আচমকা নয়
সত্যি সত্যিই চলে যাবার ইচ্ছে হয়-
বলে যেয়ো।
বাধা দেবো না
কথা ছোড়াছুড়ি, কাদামাটি খেলা
কিছুই হবে না এসব।
যদিও বিশেষ হবে না ক্ষতি
তোমার কিংবা পৃথিবীর
তবু বলে যাওয়া ভালো
রেখে আসা সময়,
স্মৃতিগুলোর জন্য
না হয় কষ্ট পেতে পারো।


আচমকা যদি
কিংবা ধরো আচমকা নয়
ভাঙনের স্বর যদি গান হয়ে যায়
আঙুলের স্পর্শ ফুল হয়ে রবে
মূল্যবান কোনো
চিত্রকর্মের মতোন
ধরা যাক এক অক্টোবর
অথবা হাসিমুখ
চিরকাল তবু রয়ে যাবে
চোখের ভেতর।
যেহেতু 'ভালোবাসা-
শুনেছি চিরকাল
একই সুরে গান গায় না';
তাই চলে যাবার ইচ্ছে হলে
বলেই যেয়ো।


নদীর নিয়তি যদি হয় সমুদ্রে লীন
পাহাড় তাকে কোন বন্ধনে আটকাবে?