*** বৃষ্টি চাঁদ ***


----- তন্ময় দে বিশ্বাস -----


বৃষ্টি পড়ে ঝমঝমিয়ে এদিক ওদিক তির্যকে
বলতো কেন বৃষ্টি এমন দিক পাল্টায় দিক থেকে?
লম্ব ভাবে পড়তো যদি কার ক্ষতি কার লাভ হতো ?
তা না পড়ে কোনাকুনি, মগজমারি খেল কতো !


সোজাসুজি পড়লে তখন জানলা খোলা নো ঝাপটা
দুচোখ মেলে দেখতে পেতাম বৃষ্টিঝরার বহরটা,
ছাতাখানা সোজা করে খাটিয়ে দিলেই কি বিন্দাস
এক ছাতাতে চারপাঁচজন কিযে মজা কি ফিসফাস


আসলে কি জানিসতো চাঁদ, বলতে আমার করছে ভয়,
বৃষ্টিগুলো তোর মতোন ই কুরুজগুনে, সরল নয়,
যেমনটা তুই চলিস বাঁকা বুঝিস বাঁকা কুচুটে মন
বৃষ্টি গুলোও তোমনধারা বাঁকাই বোঝে বিলক্ষণ,


যেমনটি তুই ছুঁড়িস কথা ছুঁচের মতো ফোঁটে গায়
বৃষ্টি গুলোও ফলার মতো মাটির বুকে বিঁধতে চায়,
দোষ নেই তোর, তুই তো মেয়ে,সবমেয়ে এক,তফাৎ নেই
বৃষ্টি ওতো স্ত্রীলিঙ্গ তাই, অঝোর ঝরে তির্যকেই ।