*** বৃষ্টি কাব্য ***


---- তন্ময় দে বিশ্বাস ---


বৃষ্টি পড়ে ঝমঝমিয়ে আকাশ বড়োই দরাজ আজ
তোকে নিয়ে ভিজতে পারি,আঁকতে পারি তোর কোলাজ


হাত ধরে তোর বনবনিয়ে ঘুরতে পারি আকাশ ময়
চোখেতে তোর বৃষ্টি ফোঁটা, আমার চোখে তোর প্রলয়


বৃষ্টি ঝরে অঝোর ধারায় এলোকেশে ডাকলো বান
বৃত্তপথে ঝরণা ঝরে দৃষ্টি মূখর চার নয়ান,


আঁচল টা তোর কোমর বাঁধা সারা শরীর বৃষ্টি স্নান
পাথর কেটে নারী যেন সৃষ্টি রচেন ভগবান,


প্রতি ভাঁজে প্রতি খাঁজে বৃষ্টি নদীর ভিন্ন পথ
আমার দুচোখ কাব‍্য খোঁজে তোর শরীরের ভঙ্গী স্রোত


বৃষ্টি পড়ে বৃষ্টি ঝরে মেঘ গুড়গুড় যেইনা ডাক
হাত ছাড়িয়ে  বুকে এলি, জড়িয়ে বুকে ঘূর্ণিপাক,


এইভাবে বেশ কেটে গেল কয়েক পলক নির্নিমেষ
থামতে এবার টলছে দেহ জাড‍্যগতির বৃত্তরেশ


বুকের মধ্যে ধরা আছে তোর দেহ তোর সকল লাজ
দুচোখ বুজে রঙ করে যাই বৃষ্টি ভেজা তোর কোলাজ।।