কালপুরুষের পাশের পাড়ায়
যেখান থেকে সন্ধ্যাতারার সারি -
শেষ হয়েছে - ঠিক সেখানে আমার চাঁদের বাড়ি ,


চাঁদের আমায় ভালো লাগে
বাসে না সে ভালো সেটা মানি
তাই বলে কি রাগ করবো ? কষ্ট পাবো ?
একদম নয়-  চা়ঁদ তাহলে দুঃখ পাবে জানি ,


চাঁদের এতো সময় কোথায়, বাসবে আমায় ভালো !
কাজ যে অনেক - সারাটা দিন মুখটা গুঁজে
সন্ধেবেলা সাজতে বসেই দিন ফুরিয়ে গেলো ,


চাঁদের খুবই পরজনমে সূর্য হবার শখ
প্রখর তেজী চরম শক্তিশালী
পোড়াবে সব হিংসা লোলুপ ঘৃণ্য পাপাচার
আছে যতো অনিচ্ছা আর ডাকাত বাহুবলী,


চাঁদ তো আমার শুধুই একার
এটা ভেবেই আনন্দ পাই নিজের মনের কাছে
এমন চাঁদ আর, আর কজনের আছে !


চাঁদকে আমি ভালোবাসি,
সেটা শুধু ইচ্ছে আমার -আমার ভালোবাসা
চাঁদের আমায় ভালোই লাগুক , নাই বা বাসুক
কি এসে যায়, নেই কিছু প্রত‍্যাশা


কাল - চাঁদের সাথে হয়নি কথা ভালো -
চেয়েই ছিলাম চাঁদের পানে -অপলকে
মেঘচাদরে ঢেকে কখন চাঁদ ঘুমিয়ে গেল-


আজ চাঁদের সাথে বলবো যখন কথা
বলবো - ও চাঁদ, পরজনমে চাঁদ হয়েই তুই আসিস
কলঙ্ক দাগ হয়ে বসত করবো তোর অঙ্গনে
একদেহেতে থাকবো দুজন কষ্ট কিসের, নাইবা ভালোবাসিস।