*** চন্দ্র কান্না ***


----- তন্ময় দে বিশ্বাস -----


কাল রাতে ঐ দুটো নাগাদ, আকাশ ঘনঘটা
হঠাৎ দেখি চাঁদের থেকে ঝরলো কয়েক ফোঁটা,
জলের মতো , চকচকে খুব , যেন মুক্তো কনা
হাত পাততেই আমার হাতে পরলো তার একখানা,


ঘুরিয়ে ফিরিয়ে এহাত ওহাত পরখ করে দেখি
চকচকে সেই ফোঁটা খানা , সত্যি মুক্তো নাকি !
একদম গোল, খুব উজ্জ্বল আলো ঝলমল করে
ঠিক বলে সব, চাঁদের হাসি মুক্তো হয়ে ঝরে !


এতো- পদ্মপাতায় জলের মতো করছে যে টলমল
তবে এটা হাসি কি নয় ! চাঁদের চোখের জল ?
বুকটা কেমন উঠলো কেঁপে মনটা হলো ভারী
হঠাৎ দেখি আবছা সব ই, আমার চোখেও বারি,


টুপ করে তা পড়লো খসে যেইনা আমার হাতে
একেবারেই মিশে গেল সেই মুক্তোর সাথে,
মুক্তোখানা হয়ে গেল আগের থেকে বড়ো
আমার চোখে অশ্রুবাদল তখন ঝরঝর,


মিশছে সবই চাঁদের চোখের মুক্তো কণার সাথে
এতোবড়ো মুক্তো আমার ধরছে না আর হাতে,
হাত ফসকে মুক্তোপাহাড় পড়লো হঠাৎ যেই
একটা নতুন নদী হলো ঠিক সেখানে তেই,


ভাবি তখন বসে বসে এক মনে এই আমি
চাঁদের চোখের একফোঁটা জল কতোখানি ই দামি,
এক ফোঁটা জল চাঁদের চোখের আমার চোখে নদী
বাঁচবো কি আর সত্যিই চাঁদ আবার কাঁদে যদি !


####