*** ছোট্ট আর্জি ***


---- তন্ময় দে বিশ্বাস ---


মা, তুমি কেমন আছো ?
চাঁদের দেশে খুবকি মাগো আলোর ছড়াছড়ি ?
এখনো কি রোজ কদম গাছের তলায়
তুলো থেকে সুতো বুনে চড়কা কাটে বুড়ি ?
এখনো কি সুতোর কাটা তুলো
মেঘ হয়ে রোজ আকাশেতে ভাসে ?
এখনো কি কৃষ্ণ কদমশাখে
পা দুলিয়ে বাঁশি বাজায় বসে ?
ভগবান কি এক পাড়াতেই থাকে ?
যে পাড়াতে তুমি থাকো মা !
চাঁদের দিকে রোজ তাকিয়ে খু্ঁজি,
তোমাকে তো দেখতেই পাই না!
ওখানে কি বৃষ্টি হয় মা রোজ ?
সূর্য ওঠে রৌদ্র ঝলমল ?
চাঁদের পাহাড় খুব কি বড়ো বড়ো?
আমায়- আগের মতো চাঁদের গল্প বলো !
তুমি তো মা ঝর্ণা ভালোবাসো,
ঝর্ণা তে কি স্নান করো মা রোজ ?
চাঁদের আরো পড়শী তোমার যারা
আগের মতো কেমন আছে, রাখো সবার খোঁজ?
তোমায় বড্ড মনে পড়ে মা-
গুমরে গুমরে মনটা বড়ো কাঁদে,
তাড়াতাড়ি ফিরে এসো মা,
আর থাকতে হবেনা ঐ চাঁদে,
ইচ্ছে করে বড্ড মাগো আবার
আগের মতো ছোট্ট হয়ে যাই
আর কখনো বড়ো হবোনা মা
তোমায় আবার ফিরে যদি পাই !