হেঁইগো মাগো সরস্বতী, এলো তুয়ার আসার কাল
ইখোনাইতো ফল ধরেক লাই ফাঁইক্কা কুলের ডাল,
ইস্কুল পড়া বিটাবিটি আইসবেক কত্তো সেইজে,
হামার ও মা ইচ্ছে করে মন লাইগেনা কাইজে,
ইচ্ছা ছিলো ইস্কুল পড়ুম, ফরক্ জামা পৈরে
রোজ আইসবোক ইস্কুলেতে, হলো তা আর কৈরে,
বড়োলোকের বিটাবিটি সবাই যকখন পড়ে
পরের ঘরে বাসন মাজি, মনটা জ্বৈলে মরে,
বাপটাকে তো বৈলেছিলুম, ইস্কুল যেইতে চাই
লিখাপড়া কি বড়োলোকের, গরীবের কোরতে লাই ?
মা কৈলো ওরে পাগলী ইসব ভাবাও পাপ
গরীব লোকের একটাই দাম, সিটা আঙ্গুল ছাপ,
তুর হাতে তু আঙ্গুল আছে, উটাই যে তুর দাম
ভোট দিবি আর রেশন পাবি, করবি ঝি এর কাম,
গরীব লোকের চোইদ্দোপুরুষ গরীব ই ছিল আইগ্গে
পড়াশুনা কৈরতে হৈল্লে অনেক টাইক্কা লাইগ্গে,
তাইলে মা কি সৈবে গরীব শুধুই হাহাকার
পড়াশুনা ইস্কুলেতে নেইকো অধিকার!
হেঁইগো মাগো কাঁইদছি যে আজ তুয়ার দুপা ধৈরে
সামনে জনম পাই যেনো মা বড়োলোকের ঘৈরে।