*দূরত্ব*


----তন্ময় দে বিশ্বাস ----


ভুল আমি বুঝিনি তোমায়-
বুঝতেও চাইনি কোনোদিন, চাইবোনা ভবিষ্যতে,
জানি, ঠিক ভুল সবটুকু বড্ড আপেক্ষিক, তবুও-
শুধু ভুলগুলো চেয়েছি বারবার ধরিয়েই দিতে!
ভুল আমি বুঝিনি তোমায়-


সেদিন যখন তুমি তুলছিলে গোলাপের কুঁড়ি-
ছিঁড়ছিলে পাতা তোমার তীক্ষ্ণ নখাঘাতে-
লক্ষ্য করোনি সেই গোলাপের কান্না,
একটিই ফুটেছিলো গাছে, যৌবনের পরিপূর্ণতা পেতে !
সেদিন বাধা দিয়েছিলাম তুলতে সে ফুল,
তবুও বুঝিনি তোমাকে কোনো ভুল,


সেদিন যখন তুমি খোলামনে গাইছিলে উদাত্ত স্বরে-
বারন করেছিলাম গাইতে সে গান,
খেয়াল করোনি তুমি, হয়তোবা জানতেনা
বাতাসেতে ভাসছিলো কান্নার রোল
কোনো এক মা, সদ‍্য হারিয়েছে তার শিশু সন্তান!
সেদিনও কোনো ভুল বুঝিনি তোমায়-


এইতো সেদিন তুমি ফোনালাপে ব‍্যস্ত ছিলে
কোনো অপরিচিতের সাথে,
পাশে রাখা গরম কফির কাপ ধোঁয়াকুন্ডলী তুলে
ঠান্ডা হয়ে শেষে স্তিমিত করেছিল তার বাস্প উদ্গীরন,
বলেছিলাম, কফিটাকে আগে শেষ করে কথা বলো,
শোনোনি সেদিন আমার বারন,
পাশে আমি স্থানু , তুমি অচেনার ফোনে পূর্ণ রেখেছো মনোযোগ-
আমি করিনি কোনো অভিযোগ,
পাশাপাশি থেকেও বড় দূর অনুভবে আমি আর তুমি
সেদিনও তোমাকে কোনো ভুল বুঝিনি আমি,


ভালোবাসি তাই জানি সবকিছু মেনে নেওয়া দায়,
ভুল আমি বুঝিনি তোমায় ।।