*** কলঙ্ক কথা ***


----- তন্ময় দে বিশ্বাস ---------


হয়তো তোমার ভালোবাসার খাতা থেকে
আমার, নাম দিয়েছো কেটে -
হয়তোবা সেই অতীত ক্ষণের মধুর স্মৃতি
আজ বড়ো পাংশুটে,
আজকে তোমার লাস‍্যময়ী সহাস‍্য মুখ
অনেক স্তাবক ভীড়,
গোলাপ রঙিন শুভেচ্ছা আর ভালোবাসা
সামলাতে অস্থির,
হয়তো কোনো মধুরঘন সম্ভাষন আর
আনন্দ ভাষনে,
টোল পড়ছে পেলব গালে মুচকি হাসির
হালকা ঠোঁটের কোনে,
হয়তো দিতে কথার জবাব নিপুনভাবে
শব্দ আনাগোনা
লিখেই কিছু কাটছো আবার ভাবছো মনে
লিখবো কি লিখবোনা,
হয়তো দাঁতে কামড়ে কলম বারে বারে
চোখ ভাসিয়ে মনে-
দেখছো কারো প্রতিচ্ছবি উদাস হয়ে
অন্তরদর্পনে,
ভুলে গেছ নিত‍্যদিনের কর্মমূখর আলোছায়া
নিত‍্যনূতন খেলা-
ভাবের গতিক টানছে গভীর প্রেমের বানে
যায় বয়ে যাক বেলা,
কলঙ্ক তাই এক এক করে দেখছি আমার
চাঁদের মহোৎসব-
কলাবতীর ষোলোকলা পূর্ণ হলেই লাগবে আবার
কলঙ্ক বৈভব ।।