***  কামনা ***


------  তন্ময় দে বিশ্বাস -----


একটা পাহাড়ের জন্য পাগল হওয়া যায় ?
বা একটা নদীর জন্য নগ্ন?
একটা আকাশের জন্য আমৃত্যু অনশন
বা একটা সবুজ অরণ্যের জন্য বন্য ?


একটা মরুর জন্য মারন সংগ্রাম
বা একটা সাগরের জন্য উদ্ভ্রান্ত নাবিক?
একটা দিগন্তের জন্য উদাসী দিকশূন্যতা
বা একটা মেঠো পথের জন্য অবেলার পথিক ?


একটা স্বীকৃতির জন্য দামাল যুদ্ধবাজ
বা একটা তিরস্কারের জন্য মৃত্যু সহবাস
একটা আবেদনের জন্য অতৃপ্ত হাহাকার
বা একটা প্রতিশ্রুতির জন্য তপ্ত হাহুতাশ ?


একটা দেহসুখের জন্য দেউলিয়া
বা একটা চুম্বনের জন্য কাঙাল
একটা মনের জন্য ব্যর্থ প্রেমিক
বা একটা ভালোবাসার জন্য মাতাল ?


---- আমাকে আগুন দাও, লেলিহান --।