*** মরীচিকা ***


---- তন্ময় দে বিশ্বাস ----


সেদিন হঠাৎ ফিরতি পথে আকাশ করে কালো
শনশনিয়ে ঝড় উঠলো কালবোশেখী এলো,
ডানহাত টা তোর আমার হাতে আলতো ছিল ধরা-
শক্ত করে ধরলি চেপে আসলি পাশে ত্বরা,
কেমন যেন ভয় পেয়েছিস, দুচোখ জুড়ে ভয়
বললি আমায়, এগোসনা আর, একটুও আর নয়,
দমকা হাওয়ায় উড়ছে আঁচল উড়ছে এলোকেশ
বললাম আমি, বৃষ্টি হবে, ভিজবি কি শেষমেষ?
তোর দুচোখের ইশারাতে বৃষ্টির ই হাতছানি,
দুষ্টু মুখে লাজুক হাসি, ভিজতে হবে মানি,
আকাশ জুড়ে মেঘ গুড়গুড় বৃষ্টি এলো ঝেঁপে
দুহাত দিয়ে জড়িয়ে আমায় ধরলি বুকে চেপে,
ঝরছে অঝর মুষলধারা বৃষ্টিস্নাত তুই
জনপ্রাণী কেউ কোথা নেই শুধু আমরা দুই,
বৃষ্টি পড়ে ঝমঝমিয়ে, বৃষ্টি ভেজায় তোকে
আমি ভিজি অনুরাগের ছোঁয়ার ই পুলকে,
আমার বুকে মুখটা গুঁজে কি ভাবিস কিজানি!
আবেগ মাখা জড়িয়ে দুহাত আরো কাছে টানি,
যেইনা ভাবি অবাক করে একটা দেবো চুমা
হঠাৎ করে বৃষ্টি উধাও, তুই ওতো নেই ওমা!
মাঠের মধ্যে আমি একা গনগনে দুপুরে,
তুই তো এখন অনেক দূরে, অনেক খানি দূরে।