*** মোহনরূপ ***


----- তন্ময় দে বিশ্বাস ---


তোমাকে একটা নীল শাড়ি আজ পরতে বলেছিলাম,
মনের মাঝে দেখেছিলাম নীলাম্বরী সাজে
হালকা করে সামলে কোঁচা ঠমক তোলা পায়ে
যাচ্ছো দূরে মাঠ পেরিয়ে সবুজ বনের মাঝে,


তোমাকে আজ এলোকেশেই থাকতে বলেছিলাম
খোলা চুলেই ভালো দেখায় তোমায়, সবাই বলে
একটা দুটো এলোমেলো দলছুট কেশদাম
মুখের ওপর চোখের ওপর উড়বে বাঁধন ভুলে,


তোমাকে আজ লাল গোল টিপ পরতে বলেছিলাম
কপালটাকে আকাশ ভাবি, চাঁদ উঠেছে আজ
সবাই যখন উদাস ব‍্যাকুল তোমার চন্দ্রভালে
আমি তখন দুচোখ বুজে, আঁকছি তোমার কোলাজ


তোমাকে একটা রবীন্দ্রনাথ গাইতে বলেছিলাম
তোমার গলায় দারুণ শোনায় "মেঘমেদুর বরষায়"
অবাক হয়ে শুনি তোমার বজ্রনিনাদ স্বর
পাগল হয়ে খুঁজে বেড়াই "কে যায় কে যায়"


তোমাকে আজ নীলাম্বরী দেখতে চেয়েছিলাম
তারসঙ্গে এলোকেশ আর টিপ লাল গনগনে
চোখ মুদলেই দুচোখ ভরা তোমার মোহনরূপ
সদাই ভাসে প্রাণের মাঝে গভীর গোপন কোনে।