*মন*


--- তন্ময় দে বিশ্বাস ----


মনকে বললাম, এই মন- একটু ভালো হবি ?
বেড়াতে যাবি ? মেঘ দেখবি ?
ফুল পাতা ফল গাছ দেখবি?
পাহাড় কিংবা নদী ?
চলনা, খুব মজা পাবি, ভালো হবি ,


মনকে নিয়ে গেলাম দূরে ধানের ক্ষেতে,
আল ধরে সেই ঘাস মাড়িয়ে পুবের মাঠে
চারিপাশে সোনালী ধান হাওয়ায় মেতে
খাচ্ছে দোলা নুইয়ে মাথা আবার উঠে,
মনের তবু মনখারাপ ই , হয়না ভালো,
দুঃখ দিনের কষ্ট গুলো স্মৃতির পাতা ভরিয়ে দিলো,


এইবার মন চল দেখবি
ফুল ফল আর গাছের সারি-
রঙিন পাতারবাহার দেখে মনখুশি তা বলতে পারি,
বনের মাঝে কতো গাছ তার
কতো ফুলফল ভরে আছে,
কত রঙের চোখজুড়ানো পাখপাখালি
উড়ে বেড়ায়, কিচিরমিচির গাছে গাছে,
মনের তবু মনখারাপ ই, হয়না ভালো,
ফু়ঁপিয়ে কাঁদে, অতীত কেন কষ্ট ভরা ওদিন দিলো !


শেষমেশ তাই নিয়ে গেলাম
ঝর্ণা পাহাড় নদীর কাছে-
চারিদিকে কতরকম ছোটো বড়ো
শ‍্যাওলা ধরা নুড়িপাথর ইতস্ততঃ ছড়িয়ে আছে,
পাহাড় থেকে ঝর্ণা ঝরে হচ্ছে নদী খরস্রোতা
উথালপাথাল নদীর জলে সব ভাসানোর সুতীব্রতা,
মনকে বোঝাই, দেখলি তো মন
পাহাড় চুড়ার জমে থাকা পঙ্কিলতা আবর্জনা
সব ভুলে আজ ঝর্ণা কেমন হয় ধারাপাত মুক্তমনা!
এবারে তুই সব ভুলে যা, হয়ে যা মন একটু ভালো,
ভাল্লাগেনা গুমরে থাকা একাকীত্ব কষ্ট গুলো!


মন বলে, তুই মহা বেকুব মস্ত বোকা-
মনের কাছেই শুধোস মনের ভালো থাকা খারাপ থাকা?
সবটাই তো আপেক্ষিক আর কমপ‍্যারেটিভ,
কখন ভালো কখন খারাপ সবটুকু তার নিজের মোটিভ,
মনটাকে তুই মেঘ করে রাখ, ছাইবি সারা আকাশ জুড়ে-
ইচ্ছে মতো মেলবি পাখা দখিন পশ্চিম পূব উত্তরে !


তবেই পাবি মনের নাগাল, নইলে মরবি ঘুরেঘুরে ।।