ভবিষ্যতে র দিকে তাকাবোনা আর,
আমি স্বপ্ন দেখতে ভালোবাসি, ভাঙতে নয়,
কি আর হবে, বাকি আর হতে কি আছে
জানি এ দাসত্ব ঘুচবার নয়।


ভবিষ্যতে র দিকে তাকাবোনা আর,
আমি আগামী কে ভালোবাসি, লাগে ভয়,
সামনে শুধুই কালো, যায়নাকো দেখা
জানি এ অন্ধকার দূর হবার নয় ।


ভবিষ্যতে র দিকে তাকাবোনা আর,
আমি শান্তি কে ভালোবাসি, অশান্তি নয়,
সামনে শুধুই লাল রক্তাক্ত আকাশ
জানি এ লাল কোনো শান্তির নয় ।


ভবিষ্যতে র দিকে তাকাবোনা আর,
আমি ভালোবাসা ভালোবাসি, ঘৃণাকে নয়,
সামনে শুধুই প্রেম ভালোবাসা খেলা
জানি এ বিশ্বাস আর ফেরবার নয় ।


ভবিষ্যতে র দিকে তাকাবোনা আর,
আমি মানুষকে ভালোবাসি, অমানুষ নয়,
সামনে শুধুই নানা মুখোশের ভিড়
জানি এ তো অভিনয়, মানবতা নয় ।


ভবিষ্যতে র দিকে তাকাবোনা আর,
আমি মানুষটা আশাবাদী, তাই হতাশায় ক্ষয়,
সামনে শুধুই দেখি নিরাশার গান
আসবে কি সে আবার ? সন্দেহ হয় ।