*** পথ শপথ ***


---- তন্ময় দে বিশ্বাস -----


সব শপথেরা একদিন ঠিক এসে
মিলে যাবে তোমার মোহনায়-
মিশে যাবে কোলাহল হয়ে,


একদিন ঠিক সেই বুড়ো গাংচিল
ঠোঁটে করে তুলে নেবে একটা একটা করে-
খুঁটে নেবে, মাখবে শপথ, ডানায় পালকে,


একদিন ঠিক মোহনার বাঁকে,
জেলে নৌকায় পাতা চটজালের ফোঁকরে,
ধরা দেবে, রূপালী শপথ, আগমনী হয়ে,


একদিন ঠিক নদী সঙ্গমে,
নীল জল আবেগী তন্বী হয়ে ঢেউ তুলে
তোলপাড় করে ভাসাবে শপথ লোনা বুকে,


একদিন ঠিক ইছামতি পাড়ে,
একাকী মানুষ কোনো তোমার বুকের থেকে
খুঁজে নেবে, মুষ্টিবদ্ধ দৃঢ়, আগামী শপথ এক ।