*** বাংলার দূর্গা ***
   তন্ময় দে বিশ্বাস


তোমায় দেখতে যে পাই -
তোমায় দেখতে যেপাই জোছন রাতে, নিরাভরণ ঘোমটা মাথে-
আবছা আলোয় আধেক বোজা চোখ মেলে,
কিংবা হাওয়ার হাল্কা পাশে, ঘুরিয়ে মাথা এলোকেশে
সামলে দেহ বসন খানির অঞ্চলে -
তোমায় দেখতে যে পাই-
তোমায় দেখতে যে পাই শাওন দিনে, সিক্ত বসন মুক্ত মনে,
করছো সিনান তরাগ জলে ঢেউ তুলে ,
কিংবা বাদল গায়ে মেখে, নবোল্লাসে চোখে মুখে
তৃপ্তি পাওয়ার অনুভবে সব ভুলে -
তোমায় দেখতে যে পাই -
তোমায় দেখতে যে পাই শারদ প্রাতে, কুড়িয়ে পাওয়া শিউলি হাতে
মনের মাঝে স্বপ্ন তোলা দৃষ্টিতে -
কিংবা চকিত লাজুক চোখে, মিষ্টি হাসি ছড়িয়ে মুখে
পাশ কাটানো চপল মৃদু ভঙ্গিতে -
তোমায় দেখতে যে পাই -
তোমায় দেখতে যে পাই নদীর পাড়ে ঝিনুক তুলে কলমীঝাড়ে-
তুলছো পাতা জঠরজ্বালায় আনতে সুখ
কিংবা অলস কলস কাঁখে, ফিরছো গাঁয়ের পথের বাঁকে
যেদিকে চাই, সবখানেতেই তোমার মুখ-
তোমায় দেখতে যে পাই-
তোমায় দেখতে যে পাই খেলায় মাতি, ধরছো রঙীন প্রজাপতি
এক্কা দোক্কা খেলছো বাড়ির অঙ্গনে
কিংবা বেণী বানিয়ে খোঁপায়, দুলছো দোলা বটের শাখায়
উড়িয়ে নিয়ে শাসন বারণ বন্ধনে-
তোমায় দেখতে যে পাই-
তোমায় দেখতে যে পাই সাঁঝের বেলায়, জ্বালিয়ে প্রদীপ তুলসী তলায়
রক্ত পাড়ের শ্বেতবসন আর লাল টিপে
কিংবা ঠোঁটে মন্ত্র গাথা, ঠাকুর দোরে ঠেকিয়ে মাথা
সবার ভালো কল্পনাতে প্রাণ সঁপে-
তোমায় দেখতে যে পাই-
তোমায় দেখতে যে পাই দৈন্য ঘরে জীর্ণ বসন অনাহারে
শীর্ণ দেহ, পঙ্গু স্বামীর দুখসাথী-
কিংবা অকাল বিধব সাজে, একলা হয়ে সবার মাঝে
নিভিয়ে দিয়ে সব কামনার সব বাতি-
তোমায় দেখতে যে পাই-
তোমায় দেখতে যে পাই ঘুমের ঘোরে , দাঁড়িয়ে আছো মোর শিয়রে
মাতৃস্বরূপ বাৎসল্য দৃষ্টিতে ,
মমতা আর স্নেহ মেখে, ভালোবাসা ভরিয়ে বুকে
আপন হাতে মগ্ন আপন সৃষ্টিতে-
তোমায় দেখতে যে পাই-


তোমায় দেখতে যে চাই-
তোমায় দেখতে যে চাই নতুন ভোরে, নতুন সাজে নতুন সুরে-
গাইছো সে গান যে গানেতে মুক্তি স্বাদ-
কিংবা নতুন আগমনী, নতুন দিনের নতুন বাণী-
চিন্তা নতুন ভাবনা নতুন নেই বিবাদ -
তোমায় দেখতে যে চাই-
তোমায় দেখতে যে চাই যুদ্ধসাজে, দাঁড়িয়ে আছো সবার মাঝে
গলায় বাজে বিদ্রহিনীর কঠিন স্বর-
কিংবা জটার জুটজালে, জ্বলছে তিলক মধ্যভালে
দিচ্ছ অভয়- আমি আছি ভয় কি তোর !
তোমায় দেখতে যে চাই-
তোমায় দেখতে যে চাই কৃপান হাতে, কাটছো বাঁধন সবার সাথে
আর যারা সব তোমার মতো শিকলহীন-
এগিয়ে যাবার মন্ত্র মনে- দেখছো নাকো পিছনপানে-
সবার মতো বাঁচতে হবে প্রতিদিন -
বাঁচার মতো বাঁচতে হবে চিরদিন ।।