*** শাহাজাদী ***


                 তন্ময় দে বিশ্বাস


শাহাজাদি, তুমি আমায় প্রশ্ন করেছিলে-
কতটা ভালোবাসি আমি তোমায় !
অবাক হয়ে দেখেছিলাম তোমায় তখন,
রূপবতী তুমি, অস্ত্র নিপূনা, প্রেয়সী প্রেমিকা-
নবশাস্ত্রের নবরসে সিক্তা সম্পূর্না যুবতী তুমি,
সাধিকা, সর্বগুণসম্পন্না তুমি নারীশ্রেষ্টা -
আমি নির্গুণ পূরুষ মাত্র -
সেদিন প্রকাশ করতে পারিনি নিজেকে-
আজ ও হয়তো পারবোনা- তবু জেনো,
আকাশ যতটা ভালোবাসে মেঘ- তার থেকে বেশী
নদীকূল যতখানি ভালোবাসে ঢেউ -
ফুলদল যতখানি ভালোবাসে মৌ
সাগ‍রের কাছে যতখানি প্রিয় নদীজল
এক চাষী যতখানি ভালোবাসে তার জমির ফসল
একজন সৈনিক ভালোবাসে তার দেশভূমী
তার থেকে আরো বেশী- বেশী ভালোবাসি আমি-


মাপতে চেয়োনা প্রেম- ভালোবাসো যদি-
জেনে রেখো আমরন তুমি আমার , শুধু আমার শাহাজাদী !