*** আমার দেশ ***
                              তন্ময় দে বিশ্বাস


   নিজেকে মাপতে যেয়ো না -সব মাপা আছে -
তোমার - দৈর্ঘ‍্য - প্রস্থ - উচ্চতা - ভার,
মাপা আছে মৃত্যুর পরের খরচ -
মাপা আছে -কে কতটা কাঁদবে -কে কতটা হাসবে,
মাপা আছে - কার কত লাভ, কার কত ক্ষতি-
ত্রুটি বিচ্যুতি -
এটা ভারতবর্ষ- মাপা আছে সেটাও -
ভার - ত - বারোশো
কিলো -না- মন , কুইন্টাল - না - টন ,
ফুট - না - মিটার , গ্ৰাম - না - লিটার ,
সব মেপে রেখেছে - দেশ বেচার দালালরা -
গায়ে সাদা পাঞ্জাবি - পায়ে দামি জুতা ,
দেখলেই চেনা যায় - দেশ বেচা নেতা ,
শুধু হিসেব করে বসিয়ে নেবে -
পাউন্ড - না - ডলার , রুবল - না - দিনার,
এটা ভারতবর্ষ - ভার - ত - বারোশো
এখানে সবাই সব জানে, তবু কেউ কিছু জানেনা ,


এখানে যুদ্ধ ঘোষনার আগেই -
কফিনের ব্যাপারী পায় - কফিনের বরাত -
এখানে বস্তিতে আগুন লাগার আগেই -
তৈরী হয়,ঐ মাটিতে বহুতল ইমারতের নীল নকশা
এখানে চিকিৎসা শুরুর আগেই -
রচিত হয়ে যায় - মৃত্যুর পরোয়ানা - খরচের বিল -
এখানে খুন হওয়া মানুষের পরিচয় জানা যায় -
রক্তের রঙের রঙ দেখে - খুনিরা খালাস,
এটা ভারতবর্ষ - আমার দেশ -
এখানে সবাই সব বোঝে -তবু কেউ কিছু বোঝেনা।


এখানে ভ্রুণের অধিকার নেই -
স্বাধীনভাবে পৃথিবীর আলো দেখার -
কষাইয়ের ছুরি ঠিক করে-
ভ্রুণ হত্যা-না- ভ্রুণ প্রসব -
এখানে দাবানলের আগেই -
শান পড়ে করাতকলের করাতে -
এখানে বন্যার আগেই -
ভাগাভাগি হয়ে যায় - বন্যাত্রাণের রসদ -
এখানে জন্মের আগেই -
বিলি হয় - নবজাতকের সরকারী ভর্তুকি -
ধর্ষনের আগেই বর্ণীত হয় - ধর্ষিতার চরিত্রলিপি -
ধর্ষকের নাবালক পরিচয় পত্র - বিচারের প্রহসন -
এখানে সবাই সব শোনে - তবু কেউ কিছু শোনেনা,


এখানে সরকারী কৃষিখামারের -
সব ধান খেয়ে যায় - চড়াই, বুলবুলিরা -
সরকারী পশু - একদিনে খেয়ে নেয় -
তার সারাজীবনের বরাদ্দ খাবারের সহস্রগুন -
বাকি জীবন ? কে জানে !
এখানে বিমান ছাড়ার আগেই -
রটে যায় - বিমান দুর্ঘটনায় মৃত্যুর খবর -
গনতান্ত্রিক দেশ - ভোটের আগেই -
জেনে যায় শাসকের রঙ - কে নেতাজী -
এখানে সবাই সব দেখে - তবু কেউ কিছু দেখেনা -
এটা ভারতবর্ষ - আমার দেশ -


তবু এখানে সূর্য ওঠে - আলো পায় সকলে -
যারা বেড়ে ওঠার - তরতরিয়ে বাড়ে -
বাকিরা আঁধারে বেহালে ,
এখানে বৃষ্টি হয় - জল পায় সকলে -
যারা তৃষ্ণা মেটানোর - ঝুলি ভরে মেটায় -
বাকিরা ডুবেছে অতলে -
এখানে শনশনিয়ে বাতাস বয় -হাওয়া খায় সকলে-
যারা ফুলে ওঠার - ফুলে ফেঁপে ওঠে -
বাকিদের হাত কপালে -
এখানে সবাই সব ভাবে - তবু কেউ কিছু ভাবেনা -
এটা ভারতবর্ষ - আমার দেশ -
ভার - ত - বারোশো ।‌।