*** মায়াচাঁদ ***
                         * তন্ময় দে বিশ্বাস *


চাঁদ - মায়াবিনী তুমি -
ভেবেছো তোমার জোৎস্না দিয়ে
বিমোহিত করবে আমায় -
আর সকলের মতো !


স্বর্গের উর্বশী - মেনকা - রম্ভারা যেমন -
নৃত্যে, গানে , রূপে, রসে , লাস্যে -
নন্দিত করত দেবতা মন -


তেমনি এক এক করে প্রতিদিন -
আমার সামনে তুমি উন্মুক্ত করো -
তোমার কলা - আভূষন -
আমাকে অনুরক্ত করার জন্য -
বুঝিনা আমি ?
বুঝি বুঝি - সব বুঝি -


তুমি আর যাই হও না কেন,
আমার কাছে তুমি -
প্রকৃতির এক অপ্সরা ছাড়া -
আর কেউ নও ,


বুকে কঠিন পাথর আঁকড়ে বেঁচে আছি ,
তোমার কপট লীলা - আর যাকেই হোক,
আমাকে বশীভুত করতে পারবে না ,


রূপের মায়াজালে - অঙ্গবিভঙ্গে - নৃত্যে - লাস্যে-
দেবতারা খুশি হতে পারে -
তোমার মায়াবি আহ্বান- স্নিগ্ধ চাহনি - নীরব ভাষা,
আমাকে বশীভূত করতে পারবে না ,


এক এক করে তোমার -
ষোলোকলা যেদিন হবে পূর্ণ -
শেষ হবে তোমার অন্তিম লজ্জা নিবারন অস্ত্র -
নগ্ন তোমাকে - মহাকাশ থেকে -
নামিয়ে আনবো আমি -
আমার পর্ণ কুটিরের অঙ্গনে -


চারপাশে জ্বেলে দেবো - অসংখ্য মাটির প্রদীপ -
দুচোখ দিয়ে দেখবো - কার জ্যোতি বেশী -
কার জ্যোতি আলোকিত করতে পারে -
দৈন‍্যের কুটির -


তুমি হেরে যাবে চাঁদ - তুমি হেরে যাবে,
আমার তমসাঘন পর্ণ কুটিরে -
তোমার প্রবেশাধিকার নেই -
প্রকৃতিদেব তোমায় দেয়নি সেই অধিকার -
তুমি পরাধীন - তুমি বন্দী -
তুমি অভিশপ্তা - কলঙ্কিনী -


আমার মাটির পিদিম - অনায়াসে -
প্রবেশ করবে আমার পর্ণ কুটিরে -
যেখানে খুশি - যে কোনো আঁধারকে হারিয়ে দিয়ে -
সে জয়ী হবে -


সে মুক্ত - সে স্বাধীন -
সে আমার একান্ত আপন ।।