** যদি এমন হোতো **
                                  * তন্ময় ডি বি *


কমলা রঙের কাকাতুয়া , হলুদ রঙের কাক-
খ্যাঁকশিয়ালের হোতো যদি ব্যাঙের মতো ডাক,
নীলকন্ঠর গলা সবুজ, লাল গোলাপি টিয়া-
সিংহমশাই ডাকতো যদি মিঁয়াও মিঁয়া মিঁয়া!
ভালুকছানা হোতো যদি বিড়ালছানার মতো-
তোমার আমার কোলে কোলে আদর পেতো কত,
কুকুর যদি গরুর মতো শিং উঁচিয়ে মাথা-
ডাকতো কেবল ভৌ ভৌ ভৌ, শুনতে পেতে কথা?
গরুর গায়ে বাঘের মতো ডোরা কাটা দাগ-
খেতো কি আর খোল বিচালি সবুজ পাতা শাক ?
বাঘের মতো হালুম করে ছাগলছানার কাছে-
বলতো আমিই বনের রাজা, আসিস নাকো পাশে,
টিকটিকিদের ডানা হলে মশা মাছির মতো-
উড়তো যদি ঘরের ভেতর, ফেলতো জিনিস কতো!
আরশোলারা হোতো যদি হরেক রকম পাখি-
খাঁচায় ধরে পুষতে তখন ভয়টা পেতে নাকি ?
কলাগাছে ফলতো যদি কাঁদি কাঁদি আম-
বেগুন গাছে হোতো যদি থোকা থোকা জাম !
লঙ্কাগাছে ফলতো যদি টোপা টোপা কুল-
লেবুর গাছে হোতো যদি টুসটুসে জামরুল!
আমের গাছে হোতো যদি ভর্তি আনারস-
ডাব কাটলে পেতাম যদি মিষ্টি খেঁজুর রস!
ভাবছি মনে ওলট পালট কবে হবে শুরু-
পন্ডিত মশাই ছাত্র হবে - আমি হবো তার গুরু ।।
########$########