*** সমর্পণ ***


----- তন্ময় দে বিশ্বাস -----


আমার,
ভিতর থেকে আমি টাকে কেউ নিবি রে ?
পাইনি খুঁজে কাউকে তেমন মনের ভিড়ে,
সবাই দেখি আপন মনেই ব‍্যস্ত সদাই
অন্য কারোর জন্যে ভাবার ফুরসৎ ই নাই !


এই পৃথিবীর যতোই দেহ ততোই তো মন
কেমন করে মাপবো সেটার পাইনি ওজন
কোনটি কঠিন কোনটি লঘু কোনটি ভারী
কোনটি কোমল,সরলসোজা,পাইনি খুঁজে হদিস তারই


কোনটি সাদা কোনটি কালো কোনটি রঙিন
কোনটি খারাপ কোনটি ভালো কোনটি মলিন
কোনটি প্রেমী কোনটি আবার সাবধানী খুব
কোনটি আবার ডাকাবুকো, কোনটি বেকুব,


কোনটি বড়ো কোনটি ছোটো কোনটি সুখী
কোনটি দরাজ কোনটি কৃপণ, কোনটি দুখী
কোনটি সরল কোনটি জটিল কোনটি ভাঙা
কোনটি উদার, হীনমন্য, সবার বাড়ী ভুবনডাঙা,


আমি শুধু খুঁজে বেড়াই যে মনখানা একলা আছে
আমার সকল নিঃস্ব হবো,সব বিলাবো তারি কাছে,
বন্ধ ঘরে একলা যে মন ভুলেই গেছে হাসতে হাসি
তাকেই দেবো আমার আমি, বলবো তোমায় ভালোবাসি ।