তোর জন্যে একটা বড়ো কিনবো পাহাড়
নাম দোবো তার টিলা নাহয় বালিয়ারি
সবাই দেখে বলবে ওটা চাঁদের পাহাড়
আমি তখন আড়াল থেকে দেখবো আমার বাহাদুরি,


তোর জন্যে কিনবো আস্ত অরণ্য এক
নাম দোবো তার বাগান নাহয় ফুলবাগিচা
সবাই দেখে বলবে ওটা চাঁদ বনানী
আমি তখন মনে মাঝে পাতবো সুখের নীল গালিচা,


তোর জন্যে কিনবো একটা মহাসাগর
নাম দোবো তার নদী না হয় পুস্করিনী
সবাই দেখে বলবে ওটা চন্দ্রসাগর
আমি তখন বলবো আমি এক্কেবারেই ভুলকরিনি


তোর জন্যে কিনবো একটা গোটা আকাশ
নাম দোবো তার চাঁদোয়া নয় সামিয়ানা
সবাই দেখে বলবে ওটা চাঁদের বাড়ি
আড়াল থেকে বলবো আমি আর বোলোনা,


তোর জন্যে কিনবো আমি এক পৃথিবী
নাম দোবো তার জীবন নাহয় ভালোবাসা
সবাই দেখে বলবে ওটা চাঁদের ভুবন
সেদিন আমার ধন‍্য হবে মানব জনম , ধরায় আসা।