*** ভালো যদি বাসো ***


---- তন্ময় দে বিশ্বাস -----


ভালো যদি বাসো-
বুকে হাত রেখে চোখ বুজে একবার ভাবো
ভালো যদি বাসো-
চোখে চোখ রেখে নির্বাক থেকে সব কথা কবো,


ভালো যদি বাসো-
পিরিচ পেয়ালা জুড়ে ধোঁয়া ওঠা জলছবি মুখ
ভালো যদি বাসো-
বিকেলের চোঁয়া রোদে ধুলোমাখা বাঁশুরিয়া সুখ,


ভালো যদি বাসো-
সূর্য অস্ত যাক ভরে থাক দিগন্ত রক্তিম লালে
ভালো যদি বাসো-
প্রজাপতি আদর থাক বাসন্তী রঙিন ফাগ কপোলে ও ভালে,


ভালো যদি বাসো-
অবেলায় স্নান সেরে রোদ মেখে ভুলে যাওয়া খিদে
ভালো যদি বাসো-
ইমনে পকড় সেধে দুর্গা বা কাফি তান আনমনা তাগিদে,


ভালো যদি বাসো-
এইতো পাশেই আছি কাছাকাছি স্পর্শানুভূতি
ভালো যদি বাসো-
চাওয়া না পাওয়ার মাঝে কোনোকাজে নেই কোনো ক্ষতি,


ভালো যদি বাসো-
একলা ঘরের কোনে আলতো সঙ্গোপনে ভ্রমরের সুর
ভালো যদি বাসো-
সবদিন সবকাজ মাঝে বুকে বাজে আলাপিয়া শ্রান্ত নূপুর।