বন্ধু মানে গ্রীষ্মের ধবধবে খোলা জানালায়
উত্তাল দক্ষিণা হাওয়া।
বেলা অবেলায় সারাক্ষণ যেন
অবিরাম বয়ে যাওয়া।
বন্ধু মানে শেষ না হওয়া গল্পে আড্ডায়
অকারণ হাসাহাসি
বন্ধু মানে জানি না তোরে
কেন যে এত ভালোবাসি।
বন্ধু মানে সব কিছুর অহেতুক বাড়া বারি,
ডাকিস যদি তোর সাথে দেবো সমুদ্র পারি।
বন্ধু মানে শেষ নেই যার
হৃদয়ের লেখা মহাকাব্য।
যখনি পড়বি প্রতিটি পাতা
মনে হবে যেন সব নব্য।
বন্ধু মানে তোর হাসিতে,
আমার হাসতে পারা।
তোর কষ্ট, দুঃখ যেন,
আমার অশ্রুধারা।
বন্ধু মানে সব চেয়ে বেশী নির্ভরতা আর
বিশ্বাসী এক মন।
বন্ধু মানে নিয়ম অনিয়মের শর্তহীন এক
শর্ত মানার পন।
বন্ধু মানে হৃদয়ের ডাক, হোক সে অবেলা,
আছি থাকব পাশে যে তোর সারাক্ষণ সারাবেলা।
বন্ধু মানে একই সাথে সীমাহীন পথ চলা।