একরাশ মেঘ এনে,
ঢেকে দাও এই শহর।
অবিরাম বৃষ্টিতে
ভিজে যাক মানুষ সব।
ধুয়ে মুছে সব হয়ে যাক নিষ্পাপ,
হয়ে যাক দুর্বার।
বেকার যুবক হবে সবল আবার।
হারানো পথিক ঘরে ফিরবে আবার।
রক্তে রাজপথ ভিজবে না আর।
অসহায় পৃথিবী কাঁদবে না আর।
উলঙ্গ টোকাই থাকবে না আর।
রাস্তার পাশে থাকবে না ঘর।
মায়ের কোলে শিশু হাসবে আবার।
দুখিনী ঘরে আলো জ্বলবে আবার।
অফুরন্ত শান্তিতে,
ভরে দাও এই শহর।
ভালোবাসায় আলোকিত হয়ে যাক মানুষ সব।